পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

১৮ জানুয়ারি ২০২৩, ০৩:০১ এএম


পঞ্চগড়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে দুই অবৈধ ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পঞ্চগড় জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযানে বোদা উপজেলার মুন্নাপাড়া এলাকার মেসার্স বি বি ব্রিকস এবং ভাসাইনগর এলাকার মেসার্স এম এল এম ব্রিকস নামের দু’টি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স বি বি ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এম এল এম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ অভিযানে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্বপালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন।

এসকে দোয়েল/টিএম

Link copied