সন্নাসী সেজেও শেষ রক্ষা হলো না দিপুর

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

২০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম


সন্নাসী সেজেও শেষ রক্ষা হলো না দিপুর

হবিগঞ্জের মাধবপুরে ২০০৪ সালে নিজের মাকে হত্যা করে পালিয়ে যান দিপু সরকার (৩৫)। এরপর থেকে বিভিন্ন মাজার ও আখড়ায় সন্নাসীর ছদ্মবেশে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। ২০২০ সালে মা রওশন বালা সরকারকে হত্যার দায়ে দিপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দীর্ঘদিন ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না তার। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহ গাজী মাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দিপু মালাকার মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

শুক্রবার (২০ জানুয়ারি) দিপু সরকারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে ফতেহ গাজী মাজার থেকে দিপু সরকারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিপু পুলিশকে জানান, তিনি গ্রেপ্তার এড়াতে সন্নাসীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন মাজার ও আখড়ায় আশ্রয় নেন। 

ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ২০২০ সালে আদালত দিপু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে আমার জানতে পারি, দিপু ছদ্মবেশে ফতেহ গাজী মাজারে রয়েছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি।

তিনি আরও জানান, গত ৩ বছর আগে মাধবপুর থানায় তার নামে ওয়ারেন্ট পৌঁছে। পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে বেশ কয়েকবার অভিযানও পরিচালনা করেছে। মামলাটি অনেক পুরোনো হওয়ায় এর চেয়ে বেশি কিছু জানেন না ওসি।

আজহারুল মুরাদ/আরএআর

Link copied