ভাইকে বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না শাকিলের

নেত্রকোণায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শাকিল আহমেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকালে জেলা শহরের ছোট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ জেলার সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে শহরের পারলা বাসস্ট্যান্ডে তার ভাইকে বাসে উঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে শহরের ছোটবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. জিয়াউর রহমান/এমজেইউ