ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে তিশা পরিবহনের একটি বাস ঢাকার যাত্রাবাড়ি থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ছয় যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাচড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে কামরুজ্জামান, শরীয়তপুরের জাজিরা উপজেলার মুন্সিকান্দি গ্রামের আলামিনের স্ত্রী মেঘলা, ঢাকার মহিবুল্লাহর মেয়ে মারুফা (১৪), ছেলে ফিরোজ ও মাজারুল ইসলামের মেয়ে মাসুরা (১১)।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
হাঁসারা পুলিশ ফাঁড়ির টিআই সোহরাব হোসেন বলেন, এ দুর্ঘটনায় ছয়জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব.ম শামীম/আরএআর