অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের 

Dhaka Post Desk

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার)

২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩১ এএম


অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের 

সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। তিনি সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে চালক কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনে পুলিশ।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহিদুল মাহিদ/এমজেইউ 

Link copied