ইউরোপ যাওয়া হলো না কেফায়েতের 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কুমিল্লা 

২৭ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম


ইউরোপ যাওয়া হলো না কেফায়েতের 

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় কেফায়েত উল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কেফায়েত উল্লাহ নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঢাকা পোস্টকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় কেফায়েত উল্লাহ ট্রাকের চাকার নিচে পড়ে গেলে মাথা, মুখসহ দেহের বিভিন্ন অংশ জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে- কেফায়েত উল্লাহ ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার সকালে তিনি তার ফুফুর বাড়ি যাওয়ার জন্য বের হলে বটতলা এলাকায় ট্রানের নিচে চাপা পড়েন। 

 আরিফ আজগর/আরএআর

Link copied