ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ এএম


ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা

দিনাজপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মায়ের। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের  মহারাজা মোড়ে এ ঘটনা ঘটে । 

নিহত নারী সরোতা বালা (৪৫) সদর উপজেলার দক্ষিণ দাইনুর গ্রামের নগেন রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত নারীর ছেলে তাপস রায় তার তাকে নিয়ে দশমাইলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলো। মহারাজা মোড় পার হওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলর বাম্পারে ধাক্কা দেয়। ছেলেটি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে যান। আর তার মা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পড়ে গেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। 

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা রেজা বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমরান আলী সোহাগ/আরকে 

Link copied