রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডারসহ আটক ৫

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার

৩০ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ এএম


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডারসহ আটক ৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আমর্ড পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উখিয়াথানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানান র‌্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল অ্যান্ড মিডিয়া)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় এপিবিএন ও র‍্যাবের দল। এসময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি বলে জানান র‌্যাব।

সাইদুল ফরহাদ/এফকে

Link copied