উল্টো পথে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর এলাকায় উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন চালক। এ সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে।
এসপি