হঠাৎ ঘন কুয়াশায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল

মাদারীপুরে বেশ কয়েকদিন পর সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ভোর থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে মাদারীপুর শহরের বিভিন্নস্থান থেকে মাদারীপুর-বরিশাল-ঢাকা মহাসড়ক ও মাদারীপুর-শরিয়াতপুর মহাসড়ক রুটের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
এসব যানবাহনের গতিবেগ ২০ থেকে ২৫ কিলোমিটার। মাদারীপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ ডিগ্রি সেলসিয়াস।
ইজিবাইক চালক রবিউল আকন জানান, কুয়াশার কারণে রাস্তায় সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না।তাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হয়েছে।
ভ্যানচালক কাজী জগলু বলেন, বাড়ি থেকে ভোরে ভ্যান নিয়ে বের হয়েছি। কুয়াশায় রাস্তায় কিছুই দেহি না। মাদ্রা বাজারে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কোনো লোক আসে না। যদি ভাড়া না মারতে পারি তাহলে সংসার চালাব কীভাবে?
কোটের মোড় থেকে শিবচরে ছেড়ে যাওয়া লোকাল বাসের চালক হামজা বলেন, শিবচরের উদ্দেশে রওনা দিছি যাত্রী নিয়ে। কিন্তু এতো কুয়াশা কখন যে পৌঁছাতে পারব বলতে পারছি না। কুয়াশার জন্য গাড়ি জোরে জোরে চালানো সম্ভব না, এতে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও থাকেে। তাই আস্তে আস্তে গাড়ি চালাই। সোমবার এখন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পায়নি মাদারীপুরবাসী। কাজের সন্ধানে আসা দিনমজুরদের ঘন কুয়াশার কারণে শহরের চারমাথায় বসে থাকতে দেখা যায়।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।
হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীর গতিতে চলাচল করছে।
মাদারীপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক আব্দুর রহমান সান্টু বলেন, সোমবার মাদারীপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহ জুড়ে ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করেছে। কুয়াশার পরিমাণ অন্য দিনের চেয়ে আজ বেশি। রাত থেকেই কুয়াশার পরিমাণ বেশি হওয়ায় আজকে সকালে সূর্য দেরিতে দেখা যেতে পারে।
রাকিব হাসান/আরকে