বগুড়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বগুড়া

৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৩ এএম


বগুড়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বগুড়া জেলা কারাগারে সজল দাস (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সজল দাস শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়া এলাকার গয়েন দাসের ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। 

জেল সুপার আনোয়ার হোসেন জানান, ২০১৮ সালে মাদক সেবনের মামলায় ছয় মাসের জেল হয় সজলের। গত বছরের ১৪ ডিসেম্বর তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়। রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সজলকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রকিবুল হাসান বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হোসেন/আরকে 

Link copied