১৬ টাকার ইনজেকশন ১ হাজারে বিক্রি, জরিমানা গুনলেন ৪০ হাজার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী 

৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ পিএম


১৬ টাকার ইনজেকশন ১ হাজারে বিক্রি, জরিমানা গুনলেন ৪০ হাজার

নোয়াখালী সদর উপজেলায় ১৬ টাকার ইনজেকশন ১ হাজার টাকায় বিক্রির অভিযোগে জাপান-বাংলাদেশ ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা যায়, কিছু দিন আগে রাতের বেলায় সুযোগ পেয়ে জাপান-বাংলাদেশ ফার্মেসি রোগীর স্বজনের কাছ থেকে ১৬ টাকার ‘বারবিট ইনজেকশন’ ১ হাজার টাকায় বিক্রি করে। রোগীর স্বজনদের অভিযোগের আলোকে অভিযানে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে দায় স্বীকার করায় ওই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, এক প্যাকেটের পাঁচটি বারবিট ইনজেকশনের দাম ৮০ টাকা। সেখানে একটির দাম মাত্র ১৬ টাকা হলেও গ্রাহকের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়েছে, যা রীতিমতো ডাকাতি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরএআর

Link copied