কিশোরগঞ্জে শিবিরের ২১ কর্মী-সমর্থক আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ পিএম


কিশোরগঞ্জে শিবিরের ২১ কর্মী-সমর্থক আটক

কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ২১ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষে ফেরার সময় সদর উপজেলার প্যাড়াভাঙ্গা ও নতুন জেলখানা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ সকালে খবর পাই যে কিছু জামায়াত-শিবিরের লোক ধ্বংসাত্মক কাজ করছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের হামলায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আটকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বলেন, আজকে  ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন জেলখানা মোড় এলাকায় র‍্যালির আয়োজন করে ছাত্রশিবির। শান্তিপূর্ণভাবে র‍্যালি শেষে ফেরার সময় ২১ কর্মী-সমর্থককে বিনা কারণে আটক করেছে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি চাই।

এসকে রাসেল/আরএআর

Link copied