রোহিঙ্গাদের খোঁজ নিতে কক্সবাজারে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম


রোহিঙ্গাদের খোঁজ নিতে কক্সবাজারে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

ফাইল ছবি

কক্সবাজারে পৌঁছেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) সকাল ১০টায় বেসরকারি একটি এয়ারলাইন্সে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানি ম্যাথিল্ডের এই বাংলাদেশ সফর। 

বিমানবন্দরে বেলজিয়ামের রানিকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা। 

তিনি বিমানবন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে কথা বলবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানি আসার কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সফর শেষে আগামীকাল ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সাইদুল ফরহাদ/আরকে 

Link copied