বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বগুড়া

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম


বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক

ফাইল ছবি

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়। 

আটকদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আটক নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায়। পুরুষদের সবার বাড়ি বগুড়াতেই। 

পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। বিকেলে গণ উপদ্রবের অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ কল আসে শহরের মাটিডালির একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ চালানো হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলমগীর হোসেন/আরএআর

Link copied