শ্রীপুরে তিস্তা এক্সপ্রেস বিকল, দুই ঘণ্টা যানজটে দুর্ভোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গা সড়কের ওপর বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল হয়ে যায়। পরে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বিকল ট্রেন সড়কের ওপর থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল শুরু হয়। ওই সড়কে দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীপুর স্টেশনের দুই নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এ সময় এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাত সোয়া ৯টায় ট্রেনটি সারিয়ে নিলে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. সাইদুর রহমান জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ১২ মিনিটে শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় দুই নম্বর লাইনে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে চাকার ব্রেক বিকল হয়ে যায়। পরে এক নম্বর লাইনে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, জামালপুর কমিউটার, ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলাচল করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিকল ট্রেনটি সচল করার পর শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সড়কের ওপর ট্রেন বিকল হয়ে পড়ায় শ্রীপুর-গোসিঙ্গা পথে যান চলাচল বন্ধ থাকলেও ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে শ্রীপুর-গোসিঙ্গা সড়কের ওপর ট্রেন বিকল হয়ে পড়ায় কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। এতে হাজার হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে।
শিহাব খান/আরএআর