পিরোজপুরে আম বয়ানের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের জেলা ইজতেমা

কেন্দ্রীয় কাকরাইলের আম বয়ানের মধ্য দিয়ে পিরোজপুরে দ্বিতীয় দিনের মতো চলছে জেলা ইজতেমা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় বয়ান করেছেন কেন্দ্রীয় কাকরাইলের মুরব্বী মাওলানা আশ্রাফ আলী।
সরেজমিনে দেখা যায়, আয়োজক কমিটির সহযোগিতায় দ্বিতীয় দিনের মতো চলছে পিরোজপুর জেলা ইজতেমা। সকাল থেকে বেড়ে চলেছে মুসল্লিদের সংখ্যা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলার সঙ্গে বয়ান শুনতে অংশ নিয়েছেন চারটি দেশের জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসায়িকভাবে লাভবানের আশায় নানা দোকানপাট, হোটেলসহ ব্যবসা-বাণিজ্যেরস্থল গড়ে তুলেছেন স্থানীয়রা।
জামাতে ইজতেমায় আসা সোহাগ খান বলেন, প্রথম দিন আমরা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে ভালো কাটিয়েছি। আজ দ্বিতীয় দিনে আমাদের একইভাবে কার্যক্রম চলছে। ইজতেমাসহ আজ এখানে জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আগামীকাল আখেরি মোনাজাত শেষে সবাই বাড়ি ফিরব।
আরেক মুসলি হৃদয় শেখ বলেন, আল্লাহ আমাদের ইজতেমায় জন্য কবুল করেছে বিধায় আমরা অংশ নিতে পেরেছি। অনেকদিন পর এতো বড় আয়োজন অনেক ভালো লাগছে। একটু পরে একসঙ্গে সবাই মিলে বড় জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করব। অনেক ভালো লাগছে। একটু গরম ছাড়া আর সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।
শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, আমাদের এখানে অনেকদিন পর এতো বড় আয়োজন হয়েছে। অনেক ভালো লাগছে। ধর্মীয় আলোচনা, জিকির আজগার ও ধর্মীয় সকল কার্যক্রম চলছে এখানে। দেশের বাইরের অতিথিরা এখানে অংশ নিয়েছেন। শারিকতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সার্বিকভাবে সকল সহযোগিতা করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আশা করছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
মো. আবীর হাসান/আরকে