ইটবোঝাই ট্রাক্টরচাপায় কৃষি কর্মকর্তা নিহত

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম


ইটবোঝাই ট্রাক্টরচাপায় কৃষি কর্মকর্তা নিহত

নিহত লতিফুল কবির

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইটবোঝাই ট্রাক্টরচাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবির (৫৮) নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালসার রোড ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল কবির ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহের বিশ্বাসের ছেলে। তিনি কোটচাঁদপুর কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। 

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, কৃষি মেলা উপলক্ষে উপজেলা অফিসে মিটিং ছিল। মিটিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে সদর উপজেলার বাদপুকুর এলাকায় দিকে যাচ্ছিলেন লতিফুল কবির। ফুলবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটভাটার ট্রাক্টর লতিফুল কবিরের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন লতিফুল কবিরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লতিফুল কবিরকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর

Link copied