আদালতে কাদের মির্জাসহ ৯৭ জনের নামে আরও এক মামলার আবেদন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ৯৭ জনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
খিজির হায়াত খানের স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বাদী হয়ে সোমবার (১৫ মার্চ) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে এ মামলার আবেদন করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। এ ঘটনায় খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ কারণে সোমবার আদালতে মামলা আবেদন করেন আরজুমান পারভীন। আদালতের বিজ্ঞ বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান বিকেল ৩টায় মামলাটির শুনানির সময় নির্ধারণ করেছেন।
খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান আরা বলেন, কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে কাদের মির্জাকে বাদ দিলেই মামলা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ফলে আজ দুপুরে আদালতে মামলার আবেদন করেছি।
এর আগে রোববার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নামে হত্যা মামলার আবেদন করা হয়। দুই পক্ষের সংঘর্ষে সিএনজিচালক আলাউদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার ছোট ভাই এমদাদ হোসেন রাজু মামলার আবেদনটি করেন। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ওই ঘটনায় ইতিমধ্যে কোম্পানীগঞ্জ থানায় কোনো মামলা হয়েছে কি না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
হাসিব আল আমিন/আরএআর/এনএ/এমএমজে