পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

Dhaka Post Desk

খাগড়াছড়ি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৫ এএম


পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ের নজিরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও আবাসিক এলাকায় বালু উত্তোলনের দায়ে পৃথক দুই মামলায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রামগড়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন পৌরসভার নজিরটিলা গ্রামের মো. আবদুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারা মূলে পাহাড় কাটায় দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে এই আইনের ১৫ (১) ধারায় আরো এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এসময় দণ্ডিত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

মো. জাফর সবুজ/জেডএস

Link copied