চাঁদপুর শহরে চার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং বহুতল ভবন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কে চাঁদপুর সরকারি কলেজের সামনের মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ভুঁইয়া ইলেকট্রনিক্স, সিটি হার্ডওয়ার, ঢাকা কনফেকশনারি ও আইটেক কম্পিউটার সেন্টার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সাহিদুল ইসলাম বলেন, আনুমানিক সোয়া ৭টার দিকে ভুঁইয়া ইলেকট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। মূলত ভুঁইয়া ইলেকট্রনিক্স নামে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উত্তর ও দক্ষিণ স্টেশনের ৪টি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এখানে শত শত দোকান ছিল। একটি ৮তলা ভবন ছিল। এখানে প্রাণহানির সম্ভাবনা ছিল। কিন্তু ফায়ার সার্ভিস দ্রুত কার্যক্রম শুরু করায় মাত্র ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আনোয়ারুল হক/এসকেডি