থানা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ এএম


থানা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ ও থানা ছাত্রলীগের একাংশ।

বুধবার দুপুরে সলঙ্গা ডাকবাংলো থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা ছাত্রলীগ কার্যালয়ে যান। এ সময় তারা কার্যালয়ের তালা ভাঙচুর করেন ও টায়ার পুড়িয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ শেষে সলঙ্গা ডিগ্রি কলেজে গিয়ে সংক্ষিপ্ত  প্রতিবাদ সভা করেন তারা।

এতে বক্তব্য রাখেন সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, জেলা ছাত্রলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন, জেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, থানা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সজিব, সাব্বির আহমেদ, মারুফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ সম্পাদক নাজুমল হোসেন প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে অ‌নিয়ম, দুর্নীতি ও রাতের আধারে ইউনিয়ন কমিটি দিয়ে অবৈধ অর্থ লেনদেন ও গঠনতন্ত্র ভঙ্গ করে সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা কমিটি বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান বাচ্চু জানান, সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এতে একটি অংশ ক্ষুব্ধ হয়ে মিছিল করেছে।

তবে কমিটি বাণিজ্যের বিষয়ে তিনি মন্তব্য করেননি।

শুভ কুমার ঘোষ/এসকেডি

Link copied