ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদ অনুপ্রেরণাদায়ক

কম সময়ের মধ্যে ঢাকা পোস্ট পাঠকের মন জয় করেছে। প্রকাশিত সংবাদের পাশাপাশি ঢাকা পোস্টে প্রচারিত বিভিন্ন ভিডিও অনেক অনুপ্রেরণা ও উৎসাহ যোগায়। ব্যক্তি ও প্রতিষ্ঠানের সফলতার গল্পগুলো ঢাকা পোস্ট অনেক গুরুত্ব দিয়ে প্রচার করে থাকে।
অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সরকার বর্তমানে কৃষি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিসহ প্রায় সব বিষয়েই সফলতা দেখিয়েছে। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের বিষয়ে লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ রায়, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এনটিভির সাবেক সিনিয়র রিপোর্টার প্রমথেশ শীল, কালের কণ্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক, বাংলাদেশ টেলিভিশনের দিনাজপুর প্রাতনিধি মুফাচ্ছিরুল রাশেদ প্রমুখ।
সোহাগ/ওএফ