খুব কম সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ঢাকা পোস্ট

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার বলেছেন, ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে।
মানুষের কাছে আস্থার গণমাধ্যম হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আগামীতে তারা আরও বহু দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। ঢাকা পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে আয়োজিত কেক কাটা, আলোচনা সভা ও জেলার গুণী ব্যক্তিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় চার ক্যাটাগরিতে জেলার তিন গুণী ব্যক্তি ও একটি সামাজিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে পৌরসভার প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা পোস্টের বিগত বছরগুলোর সফলতা ও অর্জন তুলে ধরেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আশিক জামান।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলার সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
আশিক জামান/এমএআর