দেশের উন্নয়নের কর্মধারা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে ঢাকা পোস্ট

দেশে যে উন্নয়নের কর্মধারা চলমান তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজটি করছে ঢাকা পোস্ট বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত জনপ্রিয় মাল্টিমিডিয়ার নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভা যাত্রা বের করা হয়।
এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দারের পক্ষ থেকে ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষের হাতে কেক ও ফুলের তোড়া তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. ওলিউজ্জামান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান বলেন, অনলাইন নিউজগুলোর একটি সুবিধা আছে তারা দ্রুত সময়ের মধ্যে সবার কাছে নিউজগুলো পৌঁছে দিতে পারে এবং ঢাকা পোস্ট সেটি করছে। মানুষও খুব দ্রুত নিউজ চায়। আমরাও সঠিক খবরগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাই, এজন্য ঢাকা পোস্টকে ধন্যবাদ জানাই। ঢাকা পোস্টের এই যাত্রা শুভ হোক, সফল হোক। সামনের দিনগুলো আরও ভালো যাক এবং আমাদের সঙ্গে সব সময় থাকবে এই প্রত্যাশা করি।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় খবর প্রকাশের আগেই আমরা অনলাইনে খবর পেয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্যে যে পরিশ্রম করে গেছেন তারই ফলচ্যুতির ফসল হচ্ছে আজকে সকলের কাছে তাৎক্ষণিক সংবাদ প্রবাহকে পৌঁছে দিয়ে তথ্য সমৃদ্ধি একটি উৎকৃষ্টতার মাধ্যম। সেই কাজটি যথাযথভাবে ঢাকা পোস্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যে উন্নয়নের কর্মধারা এবং দেশ যে আজকে এগিয়ে যাচ্ছে সেই কর্মসূচীকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কাজটি করছে ঢাকাপোস্ট। ঢাকা পোস্টের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই। শুভ হোক তাদের সামনের দিনগুলো।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনা শীষ শেখর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী রিপন, মাইটিভির প্রতিনিধি মির্জা মাসুম রুবল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি, মামুনুর রহমান, এশিয়ান টেলিভিশনের শফিকুজ্জামান মোস্তফা, জিটিভির মহিউদ্দিন সুমন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের প্রকাশক মোস্তাক আহমেদ, দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, সাপ্তাহিক কালের স্বরের সম্পাদক সামছুজ্জামান, বাংলানিউজের প্রতিনিধি সুমন রায়, দীপ্ত টেলিভিশনের সুমন খান, রাইজিং বিডির প্রতিনিধি কায়ছার আহমেদ, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, বিডি নিউজের প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, দৈনিক সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ সানভী, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহমেদ রনি, কলকাতা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, ঢাকা প্রকাশের প্রতিনিধি ফরমান শেখ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ প্রমুখ।
অভিজিৎ ঘোষ/আরকে