ঢাকা পোস্ট অল্প সময়ে দেশি-বিদেশি লাখ লাখ পাঠকের আস্থা অর্জন করেছে

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নেত্রকোণা 

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম


ঢাকা পোস্ট অল্প সময়ে দেশি-বিদেশি লাখ লাখ পাঠকের আস্থা অর্জন করেছে

নানারকম আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ঢাকা পোস্টের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা অডিটরিয়ামে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ট্রেনের ধাক্কায় নিহত সাংবাদিক পাপ্পু মজুমদারের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল, হাওরবন্ধু ইকবাল হোসেন, বেতার ও টিভি শিল্পী আবুল বাশার তালুকদার, সাংবাদিক ছড়াকার সঞ্জয় সরকার, প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে আসা সংগঠন  বারসিক এর সমন্বয়কারী অহিদুর রহমান, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কবি কামাল হোসাইন প্রমুখ।

এ সময় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল, আমাদের সময় প্রতিনিধি আজহারুল ইসলাম বিপ্লব, প্রথম আলো প্রতিনিধি পল্লব চক্রবর্তী, মাছরাঙা টিভির প্রতিনিধি মীর মনিরুজ্জামান খুশবু, মাই টিভির প্রতিনিধি আনিসুর রহমান, নিউজ২৪ টিভির প্রতিনিধি সোহান আহমেদ কাকন, এসএ টিভির প্রতিনিধি দেবল চন্দ্র সরকার, দেশ টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান খোকন, খোলা কাগজ প্রতিনিধি সালাহ উদ্দিন রুবেল, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সোহেল খান দুর্জয়, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের নেত্রকোণা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ঢাকা পোস্ট খুব অল্প সময়ের মধ্যে দেশি-বিদেশি লাখ লাখ পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং দেশের সেরা অনলাইন হিসেবে জায়গা করে নিয়েছে। তারা ঢাকা পোস্টের ভবিষ্যৎ মঙ্গল কামনাসহ উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পালের নাতি শিশু দিব্যেন্দু পালকে সঙ্গে নিয়ে কেক কাটেন উপস্থিত অতিথিরা।সবশেষে পৌরসভা প্রাঙ্গণের সামনের সড়কে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

জিয়াউর রহমান/আরকে 

Link copied