মাদারীপুরে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত

মাদারীপুরে নানা আয়োজনে ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির হল রুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষপূর্তির কেক কাটেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মো. ফায়েজুল শরীফ, কবি ও সাহিত্যক সুবল চন্দ্র বিশ্বাস, শিক্ষা অনুরাগী ও সাংবাদিক গাউছ-উর রহমান প্রমুখ।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টালের মধ্যে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। দীর্ঘ দুই বছর ধরে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি ভালো কাজ করছে। আশা করছি এই ধারা অব্যাহত রেখে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে পত্রিকাটি এগিয়ে যাবে। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন বলেন, ঢাকা পোস্ট মানে একটি মানবিক পোস্ট। ঢাকা পোস্টে নিউজ মানে মানুষের জীবনকে অগ্রসর করে দেওয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আর মর্তুজা, সিনিয়র সহ-সভাপতি মো. শফিক স্বপন, দপ্তর সম্পাদক এস এম রাসেল , মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন, মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সোহেল খান, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বায়োজিদ মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির প্রতিনিধি বেলাল রিজভী, চ্যানেল২৪ টিভির স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম, সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, বিটিভির মেহেদী হাসান সোহাগ, বাংলাভিশন ও সমকালের ফরিদ উদ্দিন মুপ্তি, মাই টিভির মাসুদুর রহমান, প্রথম আলোর অজয় কুন্ডু, আজকালের খবরের আরিফুর রহমান, দৈনিক আমার সংবাদের জাহিদ হাসান লিখন মুন্সী, আব্বাস হাওলাদার, মাসুম হোসেন, দৈনিক আমার বার্তার লিখন মুন্সী, দৈনিক কালেরকণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জামান কাজল, শুভ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম মিলন, সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন ফকির লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসান। সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশে ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন। ঢাকা পোস্টের দুই বছর পেরিয়ে তিন বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান শেষে অসহায়, রিকশাচালক ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রাকিব হাসান/আরএআর