‘পুলিশের সুখ-দুঃখের কথা তুলে ধরে ঢাকা পোস্ট’

পরিবার ও স্বজনদের রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাচ্ছে। এসব খবর দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট তুলে ধরছে। যার ফলে দুই বছরেই সাধারণ পাঠকের পাশাপাশি পুলিশের কাছেও দেশের সেরা মিডিয়া হিসেবে ঢাকা পোস্টের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) দুপুরে সাংবাদিক তন্ময় আহমেদ নয়নের সঞ্চালনায় ঢাকা পোস্টের দুই বছর পেরিয়ে তিন বছর পদার্পণ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে এই দুই পেশার মানুষরাই মাঠে থাকে। তাই সাংবাদিক ও পুলিশ যদি একসঙ্গে কাজ করে তাহলে সোনার দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য ছাড়াই সংবাদ ছড়িয়ে পড়ে। যারা এসব গুজব ছড়ায় তাদেরকেও সতর্ক থাকতে হবে। কেননা মিথ্যা খবর ছড়িয়ে পড়লে নিজের ক্ষতির সঙ্গে দেশ ও জাতির ক্ষতি হয়।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম, এনটিভির সিনিয়র রিপোর্টার এ কে এম মইনুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল রব সুজন, সমকালের আনোয়ার হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, আজকের পত্রিকার আনিছুর রহমান লাডলা, এনটিভি ও কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, এখন টিভির মাহফুজুল ইসলাম বকুল, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মাহফুজ শাহরিয়ার, ঢাকা টাইমস-এর টিটুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাহিত্যিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ