পৌনে ৭ কোটি টাকার আইস উদ্ধার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ এএম


পৌনে ৭ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সুতার জালের ভেতর বেঁধে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, রোববার (১৯ ফ্রেব্রুয়ারি) ভোর ৫টার দিকে টেকনাফ দমদমিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব আইস উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির দাবি, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসব অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

সাইদুল ফরহাদ/এমজেইউ

Link copied