বগুড়ায় স্ত্রী-সন্তানসহ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর সামছুদ্দিন শেখ হেলাল ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় হেলাল ছাড়াও আরও দুজন আসামি হলেন, তার স্ত্রী মোছা. হেলেনা পারভীন ও তার ছেলে হোসাইন হাবীব।
দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় হেলারের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ তার দ্বিতীয় স্ত্রী আবে জম জম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগও রয়েছে।
প্রসঙ্গত, সামছুদ্দিন শেখ হেলাল দীর্ঘদিন ধরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকাকালে কয়েক কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আছে। এছাড়াও আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক থাকায় দলীয় প্রভাব ঘাটিয়ে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় বহুতল বাড়ি, বড় বড় মার্কেট নির্মাণ করেছেন। দেশের বাইরেও সামছুদ্দিন শেখ হেলালের ফোর স্টার হোটেল আছে বলে জানা গেছে। বর্তমানে জেলা আওয়ামী শ্রমিকলীগের দুটি কমিটি রযেছে। তার এক কমিটির সাধারণ সম্পাদক হেলাল।
আলমগীর হোসেন/এমএএস