৩৫ ভাষায় অলঙ্কিত তেঁতুলিয়ার শহীদ মিনার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম


৩৫ ভাষায় অলঙ্কিত তেঁতুলিয়ার শহীদ মিনার

বিশ্বের বিভিন্ন দেশের নানান ভাষার বর্ণমালায় নান্দনিকতা পেয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারটিতে গিয়ে দেখা যায় বাংলাদেশসহ ৩৫টির মতো ভাষার বর্ণমালা ব্যবহার করা হয়েছে।

ভাষাগুলো হচ্ছে- বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, নেপালি, জাপানি, সিংহল, কোরিয়ান, তামিল, বার্মিজ, কন্নর, মারাঠি, মালায়লাম, চাইনিজ, খমের, লাও, হিব্রু, মঙ্গলীয়, বুলগেরিয়ান, জর্জিয়ান, আর্মেনিয়াম, উ, গ্রিক, গুজরাটি, রাশিয়ান, তুর্কি, থাই, তাইওয়ানিজ, তিব্বত, পাঞ্জাবি, আমহারিক, ওড়িয়া, তেলেগু ও ক্যান্টোনিজ। একসঙ্গে এতগুলো ভাষার বর্ণমালায় সমৃদ্ধ শহীদ মিনারটি দেখে অবাক হয়েছেন অনেকেই।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনিক, রবিউল সানি, নাইবুল ইসলাম নাইম ও দশম শ্রেণির নুর মোহাম্মদ রুবায়েত বলে, আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারে এসে বিভিন্ন দেশের ভাষার বর্ণমালা দেখে অনেক কিছু জানতে পারলাম। বিশ্বের এতগুলো ভাষার বর্ণমালা দেখে খুব ভালো লেগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র ভাষা বলেন, ২১ ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই বিশ্বের সকল ভাষাভাষীকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা এরকম উদ্যোগ গ্রহণ করেছি। তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি বিশ্বের বিভিন্ন ভাষার বর্ণমালা দিয়ে নির্মাণ করা হয়েছে। আরও কিছু ভাষার বর্ণমালা যুক্ত করা হতে পারে।

এসকে দোয়েল/এমজেইউ

Link copied