শেখ হাসিনা দলের চেয়েও মুক্তিযোদ্ধাদের বেশি গুরুত্ব দিচ্ছেন : আমু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম


শেখ হাসিনা দলের চেয়েও মুক্তিযোদ্ধাদের বেশি গুরুত্ব দিচ্ছেন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছেন। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েই সেটা করা হচ্ছে। আজকে শেখ হাসিনা তার দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের। সুতরাং আগামী নির্বাচনে আপনাদের শেখ হাসিনার পাশে থাকা উচিত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। এতে বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপিদেরও ফাঁসি হয়েছে। তাই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা প্রমুখ। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর

Link copied