নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা উড়ে গেছে

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম


নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা উড়ে গেছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের জামছড়িতে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. গোলাম আকবর (২৫) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। 

শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশের ওসি তদন্ত মো. শাহজাহান।

তিনি জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর। এতে তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন উড়ে যায়। এছাড়াও শরীরের ম্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছে। 

আহত যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি তদন্ত।

সাইদুল ফরহাদ/এমএএস

Link copied