বাদলের জামিন নামঞ্জুর

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়াও আলাদা দুটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলা মামলায় আরও আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকালে কড়া পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগার থেকে মিজানুর রহমান বাদলকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক সিএনজিচালক নিহত হন। এরপর পুলিশ বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে ১ নম্বর আসামি করে মামলা করে। ১০ মার্চ বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের পাশ থেকে মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
হাসিব আল আমিন/আরএআর