ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সেতুর ওপর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা মহেন্দ্র এলাহী শেখের ছেলে মো. ইনজামুল শেখ (২১) ও শহরতলীর রাজবাড়ী রাস্তার মোড় এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে রাকিব (১৯)। ইনজামুল ফরিদপুরে আলফা ইন্সুরেন্স কোম্পানির পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে মোটরসাইকেলেযোগে ওই দুই যুবক শহরের দিকে আসছিলেন। অপরদিকে মাটিভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় যাচ্ছিল। শহরের শ্রীঅঙ্গন সেতুর ওপর ওই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ অবস্থায় মোটরসাইকেলটিকে সামনের দিকে টেনেহিঁচড়ে কিছুটা নিয়ে যায় ওই ট্রাক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আলফা ইন্সুরেন্স কোম্পানির টেরিটরি অফিসার ইকবাল শরিফ বলেন, ইনজামুল প্রতি শুক্রবারে তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাফেরা করতেন। আজ ঘোরাফেরার একপর্যায়ে ট্রাকচাপায় বন্ধুসহ তার মৃত্যু হয়েছে।
নিহত ইনজামুলের বাবা এলাহী শেখ বলেন, ইনজামুল কয়েকদিন ধরেই মোটরসাইকেল কিনে দিতে বায়না করছিল। আজ ওর ছুটির দিনে দুপুরে বাড়ি থেকে বের হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে। এই মোটরসাইকেলই ইনজামুলের জীবন খাইলো। তবে তিনি মোটরসাইকেল কিনে দেননি বলে জানান। যে মোটরসাইকল নিয়ে ইনজামুল দুর্ঘটনায় পড়েছে, এটি কার তিনি তা জানেন না।
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সুভাষ চন্দ্র বাড়ই বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মোটরসাইকেলটি উল্টো পথে শহরের দিকে আসছিল। ওই জায়গায় সেতু দিয়ে রাজবাড়ী রাস্তার মোড়ে যেতে হয়। অপরদিকে রাজবাড়ী রাস্তার মোড় থেকে সেতুর পাশের সড়ক দিয়ে শহরে ঢুকতে হয়। কিন্তু মোটরসাইকেল ও ট্রাক একই দিক দিয়ে বিপরীতমুখীভাবে আসায় এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/আরএআর