মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে আরও এক বিদেশি জাহাজ

সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টিল স্ট্রাকচারের মেশিনারি পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ ‘এমভি হাইডং-৯’।
রোববার (৫ মার্চ) দুপুরে ১ হাজার ৫৫৬ টন মালামাল নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি। এর আগে ১৯ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এ জাহাজ।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটিতে এক হাজার ৫৫৬ টন মেশিনারি পণ্য রয়েছে। পণ্যগুলোর এখন খালাস চলছে। এ নিয়ে নবমবারের মতো আমাদের মাধ্যমে রেল সেতুর পণ্য এলো মোংলায়। দুই দিনের মধ্যে এর খালাস সম্পন্ন হবে। পরে নৌপথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি এ রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী ‘এমভি জুপিটার’ জাহাজ।
এফকে