স্বামীকে হত্যার ৩০ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, বান্দরবান

০৯ মার্চ ২০২৩, ১০:২৭ পিএম


স্বামীকে হত্যার ৩০ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

বান্দরবানের আলীকদমে স্বামীকে হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২৭ মার্চ নিজ বাড়িতে খুন হন কোরবান আলী। পর দিন ২৮ মার্চ সকালে নিহতের চাচাতো ভাই এরশাদ মিঞা বাদী হয়ে আলীকদম থানায়  মামলা করেন। সেই মামলায় দীর্ঘ ৩০ বছর পর স্বামীকে হত্যার দায়ে হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন বিচারক। 

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল করিম এবং আসামিপক্ষের আইনজীবী কৌশিক দত্ত শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, দীর্ঘ শুনানির পর আদালত হাসিনা বেগমের বিরুদ্ধে এ রায় দেন। এ ছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আব্দুর রহিম/আরএআর

Link copied