১০ দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর শাখা।
দুই ভাগে বিভক্ত হয়ে শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। ফরিদপুর বিএনপির একটি অংশ আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্য সচিব এ কে কিবরিয়ার নেতৃত্বে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করে।
অপর অংশটি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান ও জুলফিকার হোসেনের নেতৃত্বে প্রেস ক্লাব থেকে আনুমানিক দুইশ গজ দূরে ফরিদপুর পৌরসভার সামনে মাজিব সড়কে এ কর্মসূচি পালন করেন।

প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিমউদ্দিন আহমেদ ওয়াসিম । তবে ফরিদপুর পৌরসভার আসনে আয়োজিত বিএনপির অপর অংশের কর্মসূচিতে কোন কেন্দ্রীয় নেতা যোগ দেননি।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নাসিমউদ্দিন আহমেদ ওয়াসিম বলেন, আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায় নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহিন দুর্নীতি, অর্থ লুট, মানিলন্ডারিংয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্য ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।
বিচার বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আজ বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে।
তিনি আরো বলেন, এদেশে আর রাতের বেলার ভোট হবে না, যারা স্বপ্ন দেখছেন অবৈধ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আবারো ক্ষমতায় থাকবো, সেই স্বপ্ন দেশে মানুষ পূরণ হতে দেবে না।
নাসিমউদ্দিন আহমেদ বক্তব্যের শুরুতে ফরিদপুরের কৃতি সন্তান হিসেবে মরহুম শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তবে শাসক হিসেবে তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি (শেখ মুজিব) যেখানে ব্যর্থ হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে সফল হয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু হলে প্রধান প্রধান নেতারা গ্রেপ্তার ও আত্মগোপনে চলে গেলে নিজের ‘কোর্ট মার্শাল’ হওয়ার পরোয়া না করে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ইতিহাসে যার যতটুকু মর্যাদা ও সম্মান তা তাকে দিতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলীর সভাপতিত্বে সদস্য সচিব এ.কে কিবরিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নায়াব ইউসুফ প্রমুখ।
অপর দিকে শহরের পৌর ভবনের সামনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান। জেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক ও দেলোয়ার হোসেন, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার ও এ বি সিদ্দিকী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।
জহির হোসেন/এমএ