দর্শনা বন্দর দিয়ে এলো ১৫০০ টন ভারতীয় পেঁয়াজ

রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ৪২টি ওয়াগনের মাধ্যমে এ পেঁয়াজ দেশে প্রবেশ করে।
আমদানিকৃত পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি হোসেন জানান, রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করেছে। ইনভয়েস অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ০.১২০ ডলার।
তিনি আরও জানান, আমদানি করা পেঁয়াজ দর্শনা বন্দর থেকে যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আরও বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আফজালুল হক/এমজেইউ