জাটকা ধরায় শরীয়তপুরের ৯ জেলে চাঁদপুরে আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

চাঁদপুর

১৫ মার্চ ২০২৩, ০৫:০২ এএম


জাটকা ধরায় শরীয়তপুরের ৯ জেলে চাঁদপুরে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে শরীয়তপুরের ৯ জেলেকে চাঁদপুরে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৩ কেজি জাটকা ইলিশ, ২টি নৌকা ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

বুধবার ভোর ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

কামরুজ্জামান ঢাকা পোস্টকে জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় অভিযানে দুটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, আটককৃত সবার বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে। তারা শরীয়তপুরের জেলে হয়েও চাঁদপুরে মাছ ধরতে এসেছেন। এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ  করা হয়।

আনোয়ারুল হক/ওএফ

Link copied