রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার 

১৫ মার্চ ২০২৩, ১২:৪৬ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত স্বেচ্ছাসেবক মোহাম্মদ রশিদ বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাইদুল ফরহাদ/এমজেইউ

Link copied