আগামীর সময় হবে পেপার বিহীন প্রযুক্তির সময় : পলক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

২১ মার্চ ২০২৩, ০৩:২১ এএম


আগামীর সময় হবে পেপার বিহীন প্রযুক্তির সময় : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামীর সময় হবে পেপার বিহীন প্রযুক্তির সময়। যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ই-নথির মাধ্যমে সব কাজ করার ব্যবস্থা করবে সরকার। 

সোমবার (২০ মার্চ) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ছাত্র হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসন।

এ সময় জুনাইদ আহমেদ পলক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস ও এক কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার প্রমুখ।

আলোচনা শেষে জনপ্রিয় ব্যান্ড জলের গানের পরিবেশনায় মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দুই দিনব্যাপী গবেষণা মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

উবায়দুল হক/এফকে

Link copied