ধামরাইয়ে পৌর নির্বাচনে টাকা লেনদেন, ১ জনের কারাদণ্ড

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অর্থ লেনদেনের অভিযোগে কাউন্সিলর প্রার্থীর কর্মী সুদিপ্ত মিত্রকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ধামরাই ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এ ইসমাম।
সাজাপ্রাপ্ত সুদিপ্ত মিত্র টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন চৌধুরীর কর্মী। তিনি টাকা লেনদেনের সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন
সাজাপ্রাপ্ত সুদিপ্ত মিত্র টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন চৌধুরীর কর্মী। তিনি টাকা লেনদেনের সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন।
জানা যায়, রাতে ওই কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য সুদিপ্ত মিত্র ও মিঠু সূত্রধর নামের দুই কর্মী ভোটারদের টাকা প্রদান করলে স্থানীয় ব্যক্তিরা তাদের আটক করেন। তিনি শাড়ির টাকার বিনিময়ে ভোট দাবি করেছিলেন বলে জানা গেছে। পরে নির্বাচন কমিশনকে জানালে ১৪ দিনের জন্য নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম ঘটনাস্থলে পৌঁছে সুদিপ্ত মিত্রকে পাঁচ দিনের সাজা দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম ঢাকাপোস্টকে জানান, নিয়মিত টহলের সময় ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এনএ