শীতের পোশাক পরে শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ায় ওসি প্রত্যাহার

শীতের পোশাক পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
প্রত্যাহারকৃত জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বুধবার (১৭ মার্চ) রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশনায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, সামার টিউনিক না পরে উইন্টার টিউনিক পরে অনুষ্ঠানে গিয়েছিলেন ওসি। তার পোশাক সামঞ্জস্যপূর্ণ নয়। ভেতরে সাদা শার্ট এবং টাই হবে না। এছাড়া তিনি ফিল্ড ক্যাপ পরেছিলেন। ওই ছবি ফেসবুকে প্রকাশের পর এআইজি মিডিয়ার নজরে পড়ে। বিষয়টি আইজিপি দেখার পর ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর ওসিকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। শৃঙ্খলাভঙ্গের দায়ে রাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
ফেরদৌস সিদ্দিকী/এএম