সিভিল সার্জনের বাসায় ৪ বিড়ালের মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২২ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম


সিভিল সার্জনের বাসায় ৪ বিড়ালের মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত

বরিশাল জেলার সিভিল সার্জনের পোষা দুই মাস বয়সী চারটি বিড়াল ছানার রহস্যজনক মৃত্যু হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগ বিড়ালগুলোর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।

বুধবার (২২ মার্চ) সকালে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সরকারি বাংলোতে এই ঘটনা ঘটে।

ডা. মারিয়া হাসান জানান, জন্মের পর থেকে গত দুই মাস বাচ্চাগুলো ভালোই ছিল। বুধবার সকালে হঠাৎ করেই প্রথমে একটি বাচ্চা মারা যায়। এর দেড় ঘণ্টার ব্যবধানে আরও তিনটি বাচ্চা একসঙ্গে মারা গেছে। এটা আমার কাছে উদ্বেগজনক মনে হয়। এ কারণে বিষয়টি প্রাণিসম্পদক বিভাগকে অবগত করি।

তিনি বলেন, প্রাণিসম্পদ বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে বিড়ালের মধ্যে নাকি নতুন একটি ভাইরাস দেখা দিয়েছে। এটার কারণেই সুস্থ বিড়াল হঠাৎ করেই মারা যাচ্ছে। আর তাই মৃত বিড়াল ছানাগুলো ময়নাতদন্তের জন্য তারা এসে নিয়ে গেছে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, সিভিল সার্জনের পোষা বিড়ালগুলো কেন মারা গেল তা নিশ্চিত হওয়ার জন্য বুধবারই প্রাণী রোগ নির্ণয় কেন্দ্রে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর

Link copied