মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কক্সবাজার

২৩ মার্চ ২০২৩, ০৯:০৬ এএম


মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের 

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে মেরিন ড্রাইভ কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের ছেলে। তিনি চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 

সোহাগের সহপাঠী মিজবাহ উদ্দিন বলেন, সোহাগ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার উচ্চ শিক্ষার জন্য জার্মানি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তার স্বপ্ন পূরণ আর হলো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। 

রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজুখাল এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাইদুল ফরহাদ/আরকে 

Link copied