হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, দিনাজপুর 

২৭ মার্চ ২০২৩, ১২:২০ পিএম


হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর আবারও দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক আছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।

ইমরান আলী সোহাগ/আরকে 

Link copied