খুলনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

খুলনা

২৮ মার্চ ২০২৩, ০৭:৪৩ এএম


খুলনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে তেরখাদার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেরখাদার হাড়িখালী গ্রামের সরফরাজ ওরফে ফরহাদ শিকদারের ছেলে শাহরিয়ার সিকদার (৭) ও শায়েন সিকদার (৪)।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাড়িখালী গ্রামের ফরহাদ শিকদারের দুই ছেলে শাহরিয়ার ও শায়েন খেলার ছলে অসাবধানবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাদেরকে না দেখতে পেয়ে পরে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। কিছু সময় পরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসতে দেখা যায়। এ সময় দ্রুত দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
 
এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবসী ফরহাদ শিকদারের বাড়িতে ভিড় করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
 
মোহাম্মদ মিলন/জেডএস 

Link copied