গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাজীপুর

২৮ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম


গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের কোনাবাড়ির আমবাগ বাবুর্চি মোড়ের নছর মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

মানিক মিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে গুদামের মালিকের নাম জানাতে পারেননি তিনি।

শিহাব খান/এমজেইউ

Link copied