কুড়িগ্রামে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম

২৯ মার্চ ২০২৩, ০৭:৫৬ এএম


কুড়িগ্রামে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন-উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)।

ওসি ফজলুর রহমান বলেন, পিস্তলসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। 

এছাড়া কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনও বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. জুয়েল রানা/জেডএস

Link copied